উপদেষ্টা নাহিদ এই মন্তব্য কতটুকু যৌক্তিক? অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার পেছনে কার কতটুকু হাত আছে? বিশেষ করে উনার এই ইংগিত প্রধান রাজনৈতিক দল বিএনপির দিকে বলা হয়েছে।
আমরা যদি শুধুমাত্র নাহিদ সাহেবের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দিকে তাকাই দেখতে পাব তার সফলতা পেতে আসলে কী বিএনপি কী বাধা দিয়েছে?
উনি কী সফল হতে পারলেন? জনগন কী খুশি উনার কাজের উপর? আজকে এই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করবো।
ভারতের তথ্য সন্ত্রাস মোকাবেলায় উপদেষ্টা নাহিদের ভূমিকা কী ছিল?
জনাব চিন্ময় দাসের গ্রেফতারের পর ভারতের মিডিয়া একের পর এক মিথ্যা এবং ফেইক নিউজ করে গেছে যা ইতোমধ্যে চলমানও আছে। যা মোকাবেলায় তার তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এবং নাহিদ সাহেব কী করতে পেরেছেন?
তাদের কী কিছু করার ছিল না?
না তারা কিছু করতে জানেন না?
হ্যা, এটাই সত্যে তারা নিজেরা ব্যর্থ কিছু করতে পারেন নাই। নাহিদ সাহেব কী পারতেন না একের পর এক ইংরেজীতে আর্টিকেল লিখে, ভিডিও করে ইংরেজী মাধ্যম দেশি অথবা ইন্টারন্যাশলাল মিডিয়াতে প্রকাশ করতে? উনি কী পারতেন না ইংরেজীতে ইন্টারভিউ দিয়ে সবকিছু পশ্চিমা বিশ্বের কাছে পৌছে দিতে?
কেন করেন নাই বা করলে চোখে পড়ার মত কিছু করতে পারছেন কী না সবই এখন প্রশ্ন?
বিদেশী কূটনৈতিকদের সাথে বাংলায় কথা বলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা!
উপদেষ্টা নাহিদ ইসলামের দায়িত্ব নেওয়ার পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যায় নাহিদ কূটনৈতিকদের সাথে কথা বলা শুরু করেন। তারপর কয়েক সেকেন্ড পর উনার সাহায্য নিতে হয় ইংরেজী ট্রান্সলেটরের। যা নিয়ে বিশেষ করে আওমীলীগ গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাস্যরস তৈরী হয়। অনেকে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের এই অবস্থা।
নাহিদ সাহেবের জন্য তথ্য মন্ত্রনালয় কী ফিট ?
বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যেখানে প্রতিটি দেশ আইটি খাতে যোগ্য, অভিজ্ঞ এবং পারদর্শী লোককে নিয়োগ করে। এছাড়া মাদার অফ অল স্কিল ’কমিউনিকেশন’ স্কিলে দক্ষ মানুষ কে নিয়োগ করে থাকে। যাতে যে কোন সাইবার আক্রমনসহ যে কোন তথ্য সন্ত্রাস মোকাবেলা করতে পারে। কিন্তু নাহিদ সাহেব কী উপরের একটিতে পারদর্শী?
চিৎকিসা দিতে ব্যর্থতা ও নিহত ছাত্রদের তালিকা প্রকাশ না করতে পারা কী বিএনপির ঘাড়ে?
ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিৎকিসা দিতে চরম ব্যর্থ হয় ইউনুস সরকার। যার ফলে রাস্তায় আহত ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় চলে আসে। বিষয়টি নিয়ে এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যসহ অনেকে ব্যাপক সমালোচনা করেন। এই ব্যর্থতা কী বিএনপির ঘাড়ে চাপিয়ে দিতে পারেন নাহিদ সাহেব?
সকল প্রশ্নের উত্তরই হয়তো তিনি ভালো দিতে পারেন জাতির কাছে।