পুষ্পা ২: বক্সঅফিস

আল্লু অর্জুনের পুষ্পা ২ অপেক্ষায় ছিল তার দেশি-বিদেশী কোটি ভক্ত। অবশেষে ০৫ নভেম্বর দীর্ঘ অপেক্ষার পর সিনেমা হলে রিলিজ হয় মুভিটি। রিলিজের আগে যে ক্রেজ দেখা দিয়ে ছিল ভক্তদের মধ্যে তারই যেন প্রতিফলন দেখা গেল বক্স অফিসে। Sacnilk.com বলছে, প্রথম দিনেই প্রায় ১৬০ কোটি আয় করে বলিউডের ইতিহাসে নতুন রের্কড তৈরী করলো। পূর্বে রের্কডটি দখলে ছিল এস.এস রাজমৌলি পরিচালিত আরআরআর মুভির দখলে। মুভিটি প্রথম দিনেই আয় করেছিল প্রায় ১৩৩ কোটি।

প্রথম দিনে সাউথের বক্সঅফিসে সর্বোচ্চ আয় করা পাঁচটি সিনেমা

প্রথম স্থান, দখল করে আছে সদ্য রিলিজ হওয়া আল্লু অর্জুনের পুষ্পা ২। ছবিটি যে পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে দিতে পারে তা ভক্তদের আলোচনায় পূর্বেই উঠে আসছে। মুভিটি প্রথম দিনে সংগ্রহ করেছিল প্রায় ১৬০ কোটি ।

দ্বিতীয় স্থানে, রয়েছে রাজমৌলি পরিচালিত জুনিয়র এনটিআর এবং রামচরন অভিনীত মুভি আরআরআর। এতদিন প্রথম স্থান দখলের পর রাজার আসন ছেড়ে দিত হল পুষ্পা ২ কাছে। মুভিটি প্রথম দিনে আয় করে প্রায় ১৩৩ কোটি ।

তৃতীয় স্থানে, সাউথের ইন্ডাস্টিতে তুমুল ঝড় তুলা ছবি হয় বাহুবলি ২। এটিও ছিল এস এস রাজমৌলি আরও একটি মাস্টারপিস মুভি। প্রভাস অভিনীত মুভিটি প্রথম দিনে ঘরে আয় তুলে নেয় প্রায় ১২১ কোটি। যা তুমুল আলোড়ন তৈরী করে বিশ্বব্যার্পী।

চতুর্থ স্থানে, ইয়াসের কেজিএফ ব্যাপক জনপ্রিয় এবং ব্যবসা সফল হওয়ার পর কেজিএফ ২ যে মার্কেট কাপাবে তা নেটিজনরা আগেই ধারনা করেই নিয়েছিলেন। যাইহোক, কেজিএফ ২ আয় ছিল প্রায় ১১৬ কোটি।

পঞ্চম স্থানে, বাহুবলি যে মুভিটা সাউথের নতুন মানদন্ড এবং ইর্ষনীয় সাফল্য নিয়ে এসেছিল সাউথ মুভি ইন্ডাস্টির জন্য। প্রথম দিনে মুভিটি আয় করে ৫০ কোটি। যা ঐসময়ের সব্বোর্চ আয় করা সাউথের মুভি ছিল।

আল্লু অর্জুনের ভক্তের মৃত্যু এবং আহত!!

হিরোর আসার সংবাদ পেয়ে তার ভক্তরা জড়ো হতে থাকে এতে অনুরাগীদের মধ্যে তাড়াহুরার মধ্যে নিচে পড়ে পদদলতি হন অনেকে। ঐসময় রেবত (৩২) নামে এক নারী ফ্যান মারা যান। জানা যায়, তার ছেলে শ্রীতেজ এবং স্বামী প্রয়াত ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রয়াত পুলিশ কে জানান, নিরাপত্তারক্ষীরা ইচ্ছা করে ধাক্কা ধাক্কি শুরু করলে সবার মাঝে তাড়াহুড়া শুরু হয়। এজন্য তিনি হল কর্তৃপক্ষএবং আল্লু অর্জুন কে হত্যার অভিযোগ করে হত্যা মামলা করেন। এই বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, তারা বিষটি নিবিড়ভাবে খতিয়ে দেখছে। কার অবহেলার কারণে ঘটনাটি ঘটলে তারা আইনগত ব্যবস্থা নিবে।

আল্লু অর্জুনের প্রতিক্রিয়া‍‍ !!

আল্লু অর্জুন বিষয়টিকে দুঃখজনক এবং অনকাঙ্খিত বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, মুভিটি রিলিজের পর ভক্তরা তাকে যেভাবে ভালবাসা দিচ্ছেন তিনি তাদের কাছে কৃতজ্ঞ। গতকাল ঘটে যাওয়া ঘটনাটি তার নজরে আসছে তিনি এই বিষয়ে গভীর ভাবে দুঃখ প্রকাশ করেছেন।

সাউথের ভক্তদের উন্মাদন

সাউথে মুভি রিলিজ হওয়া মানে ভক্তদের মাঝে উৎসবের আমাজ দেখে যায়।প্রথম দিনেই পাগল ভক্তগুলো নানা কর্মকান্ড করে আলোচনায় চলে আসে।

প্রায়ই শুনা যায় পদদলিত হয়ে মৃত্যুর সংবাদ। হল কতৃপক্ষ বলেন, তাদের ধারন ক্ষমতার চেয়েও দুই গুন ভক্ত যখন হলে চলে আসে তখনই নাই দূর্ঘটনা হয়ে তাকে। যেখানে সত্যেকার অর্থে তাদের কিছুই করার থাকে না।

তারা বলছেন, ভক্তদের আরও সচেতন এবং দায়িত্বশীলতা পারে যে কোন ধরনের দূর্ঘটনা থেকে বাচাতে। তারা ফ্যানদের উদ্দ্যেশ বলেন, আপনারা একসাথে না এসে পুরো সপ্তাহজুড়ে আসেন। তাহলে কোন ভীড় হবে না। এতে আমাদের পক্ষে সবোর্চ্চ নিরাপত্তা দেওয়া সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top